আঁধার রাতের গভীরে........একাকি আমি

অন্ধকার (জুন ২০১৩)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৪
  • ৩৪৪
যতই হয় রাত গভীর
চারদিক থমথমে নিথর, শান্ত নীড় ।
একাকী র্নিঘুম রাত
মিটিমিটি জোনাকীর সাথ,
রাতদুপুরে যে যার মত সবাই নি:সঙ্গ
চাঁদ তারাদের চলে রাতজুড়ে রঙ্গ ।
মাঝে মাঝে নিভে যায় চাঁদের উজ্জ্বল শিখা
আকাশটা ঢেকে দেয় অবাঞ্চিত কুহেলিকা ।
রাতের গভীরতা জানান দেয় দেয়াল ঘড়ির শব্দটা
নষ্ট কলের টিপ টিপ করে পানি পড়া বাড়িয়ে দেয় শঙ্কাটা ।
টিকটিক টিপটিপ শব্দগুলো যেন নি:শ্বাসের মতই উঠানামা করছে
একাকিত্বের এই প্রহরে কেমন নি:সঙ্গতায় গলা শুকিয়ে আসছে ।
আঁধার যতই হোক না গভীর,
যতই হই না ভয়ে অস্থির;
তুমি আছ মনে, পাশে , আর ভাবনাতে
বেশ কেটে যায় নিঝুম নির্ঘুম ঘুমের রাতে ।
বারান্দার গ্রীলে গিয়ে দাঁড়াই
জোছনা ধরার প্রয়াসে বিফল হাত বাঁড়াই ।
তোমাকে এক মুঠো জোছনা দেব আজ
পড়িয়ে দিব মাথায় তোমার, কেমন হবে এ সাজ ?
অথবা!!!!!!
চাঁদের নিচে ভেসে বেড়ানো সাদা মেঘের এক খন্ড
শুভ্রতা তোমার হাতে দিব, নিবে কি? স্বপ্নটা করো না লন্ডভন্ড!!
অথবা!!!!!
আকাশের নীহারিকা, কয়েকটি উজ্জ্বল তারা
তোমার ফতোয়ার বোতাম বানিয়ে দেব, দাওনা একটু সাড়া ।
সবই অর্থহীন স্বপ্ন, আঁধারের পাতাঝরার মতই
সঙ্গী শুধু নীরবতা, কথা কয়ে যাই তার সাথে কতই !!
ভুলে গেছ তুমি, দিয়েছ শুধুই অবসাদ
জীবন জুড়ে শুধুই যেন নীমের স্বাদ ।
ধীরে ধীরে প্রভাতের আলো জ্বলে রাতের যবনিকায়
কাতর ক্রন্দন, সকল আশার কবর,
ছুঁই যেন বারবার আলেয়ার শিখায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Nandita Barua শব্দের ভিতর যে লুকিয়ে থাকা শব্দ রয়েছে তার প্রতিটা অর্থ মন ছুঁয়ে গেছে।
ওসমান সজীব ধীরে ধীরে প্রভাতের আলো জ্বলে রাতের যবনিকায় কাতর ক্রন্দন, সকল আশার কবর, ছুঁই যেন বারবার আলেয়ার শিখায় । অনেক সুন্দর কবিতা
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ও মনোরম একটি কবিতা ।
সূর্য বাহ্ সুন্দর লিখেছেন।
কায়েস রাতকে নতুন কর অনুভব করলাম।অনেক সুন্দর কবিতা
অনেক ধন্যবাদ ভাইয়া ....... সুন্দর মন্তব্যের জন্য
এশরার লতিফ চমৎকার কবিতা।
রোদের ছায়া রাত কে এতো গভীর ভাবে অনুভব করা যায় সেটা এই কবিতা না ব পড়লে জানাই হয়তো না ।
মিলন বনিক রাতের গভীরতা জানান দেয় দেয়াল ঘড়ির শব্দটা, নষ্ট কলের টিপ টিপ করে পানি পড়া বাড়িয়ে দেয় শঙ্কাটা। অপূর্ব সুন্দর কিছু উপমা...আর মনোরম শব্ধ বিন্যাস...খুব ভালো লাগলো শুভ কামনা....
অনেক অনেক ধান্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
সোহেল মাহামুদ (অতি ক্ষুদ্র একজন) আঁধার যতই হোক না গভীর, যতই হই না ভয়ে অস্থির; তুমি আছ মনে, পাশে , আর ভাবনাতে বেশ কেটে যায় নিঝুম নির্ঘুম ঘুমের রাতে ---- চমঃকার! অসাধারন! হৃদয় স্পর্শী! -- আর কোন কিছু বলা বাকি রয়ে গেল কি?
বাকি তো অনেক কিছুই রয়ে যায়........ ধন্যবাদ স্বপ্নবাজ
সিরম হইয়াছে, বেসম্ভব সুন্দর, মনের গহীনের ভাবনাগুলোয় খোঁচা লাগল যেন... (আরও কিছু আপি? :) )
হুম ...... :D মনের গহীনে খোচা লাগছে

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪